সর্বশেষ :

খাদ্যসামগ্রী বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩ । ৬:৪৫ অপরাহ্ণ
খাদ্যসামগ্রী বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি তাঁর নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাট ও বাঘায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট ও বাঘা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ১০ হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসব খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, আধা কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, দু’শ গ্রাম সেমাই ও গুঁড়া দুধ রয়েছে।

চারঘাট-বাঘা এলাকা থেকে তিনবার নির্বাচিত সংসদ-সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অন্যান্য বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকার অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র হিসাবে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী বিতরণ করেন। এছাড়া এবার চলমান বৈশ্বিক মন্দায় দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের ক্রয় ক্ষমতা যখন কিছুটা কমে গেছে, এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্যক্তিগত উদ্যোগে নানারকম সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নেও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী সহায়তা পাওয়া খদেজা বেগম, আব্বাস আলী ও রশিদা বেওয়া জানান, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনেক ভালো মানুষ। তিনি প্রতি বছর সরকারি অনুদান ছাড়াও বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আমাদের আর্থিক সহায়তা দেন। আমরা দোয়া করি আল্লাহ যেনো তাঁকে অনেক দিন বাঁচিয়ে রাখেন। খাদ্যসামগ্রী বিতরণের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: