মো. মানিক হোসেন : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর উদ্যোগে আয়োজিত ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৫’ ও রাজপাড়া থানা শাখার নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সংগঠনের বৃহৎ সমাবেশ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর লক্ষীপুর এলাকার রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে এই সম্মেলন ও কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা ইমাজ উদ্দিন মন্ডল। তিনি বলেন, “ব্যবসায়ীদের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইবিডব্লিউএফ কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই ব্যবসায়ী সমাজের পাশে দাঁড়ানো মানেই জাতীয় উন্নয়নে অংশগ্রহণ।”
বিশেষ অতিথির বক্তব্যে আইবিডব্লিউএফ রাজশাহী জোনের পরিচালক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল বলেন, “নতুন উদ্যমে রাজশাহী জোন নানা পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করছে। এই সম্মেলন ব্যবসায়ীদের ঐক্য, অগ্রগতি ও ভবিষ্যৎ গঠনের প্রতীক।”
অন্য বিশেষ অতিথি অধ্যাপক নুরুল ইসলাম মনি বলেন, “ব্যবসায়ীদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে আইবিডব্লিউএফ স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এই প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স। তিনি বলেন, “আমাদের সংগঠনের প্রতিটি সদস্যই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখছেন। ব্যবসায়ীদের স্বার্থে আমরা নীতিগত ও সামাজিকভাবে সহায়তা দিয়ে যাব।”
সম্মেলনের শেষ পর্বে আনুষ্ঠানিকভাবে রাজপাড়া থানার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম বনী।
নতুন কমিটির মাধ্যমে রাজপাড়া থানায় আইবিডব্লিউএফ’র কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সার্বিকভাবে পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ।
আপনার মতামত লিখুন :