সর্বশেষ :

ঝিনাইগাতী থানার আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৩ । ৬:০৭ অপরাহ্ণ
ঝিনাইগাতী থানার আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

রেজাউল করিম, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে থানার আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঝিনাইগাতী থানায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। থানা পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মোসা. মোনালিসা বেগম পিপিএম ।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ মো. এস এম আবদুল্লাহ ওয়ারেজ নাইম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ডেপুটি কমান্ডার মো বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বক্তব্য দেন।

এছাড়াও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আনোয়ার হোসেন (আনারুল্লাহ) এ কেএম বেলায়েত হোসেন ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি ছামেদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আবুল হাসেম, নভেশ খাকশি, আদিবাসী কল্যাণের সভাপতি, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ক্ষুদ্রঋণ সমিতির সভাপতি মো মোখলেছুর রহমান খান, আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী জীবন কুমার চক্রবর্তী, ঝিনাইগাতী জামে মসজিদের ইমাম মুফতি খলিসুজ্জামান, সাংবাদিক আমিরুজ্জামান (লেবু) প্রমুখ।

উক্ত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঝিনাইগাতী জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রাজ্জাক।

গোয়েন্দাদের চক্ষুদান অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
%d bloggers like this: