সর্বশেষ :

জেনে নিন কেন লেডিস সাইকেলের সামনে রড ব্যবহার করা হয় না


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩ । ২:২৭ অপরাহ্ণ
জেনে নিন কেন লেডিস সাইকেলের সামনে রড ব্যবহার করা হয় না

জেন্টস সাইকেলের সঙ্গে লেডিস সাইকেলের বেশ কিছু পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় পাথর্ক্য ডিজাইনে। এমনকি রঙের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। খেয়াল করলে দেখবেন লেডিস সাইকেলের সামনে রড থাকে না। সামনের অংশটি ফাঁকা রাখা হয়। নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটি জেগেছে যে, লেডিস সাইকেলের সামনে অংশটি ফাঁকা থাকে কেন?

সাইকেলের এই রডটি সাধারণত ফ্রেমকে মজবুত করে। কিন্তু লেডিস সাইকেলের রডটি নিচের দিকে দেখা যায়। আসলে নারীদের পোশাকের কথা ভেবেই এই অংশটি ফাঁকা রাখা হয়। রডের কারণে মহিলাদের সাইকেল চালাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হতো। বেশিরভাগ সময় তাদের পোশাক উঠে যেত। এই কারণেই লেডিস সাইকেল থেকে সামনে রড খুলে ফেলা হয়, যাতে তারা স্বাচ্ছন্দে সাইকেল চালাতে পারে।

এছাড়াও লেডিস সাইকেলে রড না রাখার আরেকটি কারণ যেনো তারা শাড়ি পরেই সাইকেল চালাতে পারেন।

 

জেড/বা

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: