সর্বশেষ :

“প্রথম প্রহরে প্রেমের ঘোর”


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৩ । ৯:০২ অপরাহ্ণ
“প্রথম প্রহরে প্রেমের ঘোর”

লেখক: মানিক হোসেন

তোমায় চুপিসারে দেখতাম, এখন অনেক কাছে।
যখন তুমি সামনে আসতে, অপরূপ অপ্সরার সাজে।
কথা বলতাম, কন্ঠের জোরে।অবাক থাকতাম তোমার চোখের চাহনিতে।

ভয়ে ভয়ে ভিতর শূন্য করে।
তোমার টিপের ইশারায় ইচ্ছে মিটিয়ে চেষ্টা করতাম স্পর্শে এগিয়ে যেতে।
জানতাম তুমি চাইতে জড়িয়ে ধরে নিজেকে নিবেদন করতে।
অপূর্ণতা রাখতে ঘুরে দাঁড়াতাম।
আমি প্রতিদিনই ফুল খুঁজতাম, গুজে দিতে তোমার খোঁপায়, অনেক গোপনে।
অপেক্ষায় থাকতাম নামুক সন্ধ্যে , জমুক রিকশার ভীড়, শহরের মোড়ে।
থাকুক তোমার অভিপ্রায় “ঐ রিকশায় আসুন, উঠি”।
প্রিয়ভাষিণী, তোমার কন্ঠের “আসুন তো একটু দেখা করি” কথাটির ছিল প্রবণতার জোরে,
সুস্মিতা, তোমার হাসির ঠোঁটের ভাঁজ পৌঁছে গিয়েছিল হৃদয়ের গভীরের দোরে।
সেই থেকে শুরু প্রথম প্রহরের প্রেম।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
%d bloggers like this: