মিথ্যে, তবুও বলতাম ভালোবাসি
লেখক : মোঃ মানিক হোসেন
বুঝতাম, তাঁর সবিই মিথ্যে
মানসিক তৃপ্তি পেতে
তবুও চাইতো জিততে।
তবুও বলতাম ভালোবাসি।
থাকুক না তাঁর মুখে মিষ্টি মধুর হাসি।
মিথ্যে করেই বাসুক ভালো শান্তনা আসুক মনে,
দৃষ্টি রাখুক সময় জুড়ে, সত্যে নামুক ফিরে।
জানতাম, তাঁর ছেড়ে আসার গল্প.
অবুঝ মনে নিদারুণ ব্যথায়
আমায় আঁকুক অল্প।
তবুও বলতাম ভালোবাসি।
চলুক না তাঁর স্পর্ধা বিহীন স্পর্শকাতর অনুভূতির ছোঁয়া।
বুঝবে যেদিন কি করছি আমি সেদিন রবে চুপ,
কষ্ট হলেও বলবো সেদিন, আর দিওনা ডুব।
খারাপ লাগছে না, ছায়া পেয়ে
নষ্ট একটু হবো।
প্রথম সুখ, আসলো সেজে,
আমিও একটু নেবো।
আপনার মতামত লিখুন :