কবি: রৌনকা আফরুজ সরকার
আজ স্বাধীনতার হয়েছে ছন্দখুন
বাংলার মানুষের আনন্দে ধরেছে ঘুন,
গৃহযুদ্ধের যাচ্ছে পাওয়া ইঙ্গিত
বাজছে অন্য রকম সুর, শুনছি অস্ত্র সংগীত।
১৯৭১ এর হায়নারা এখন জাগ্রত
ত্রাসে ত্রাসময় দেশ, জনগণ বিব্রত।
জেগে ওঠেছে ১৯৭১ এর হায়নাদের প্রেতাত্মা
হায়নাদের দোসররা হতে চায় রাষ্ট্রের হর্তাকর্তা।
হায়নারা বারবার বোমা সংস্কৃতি কায়েম করে
আইনের বুকেও অস্ত্র ধরে,
মারে ককটেল, গ্রেনেড, লাগায় আগুন
বিজয় দিবসের আনন্দটুকুও চাইছে করতে খুন।
এভাবে যদি অসুস্থ জনমত জালাও পোড়াও করে
বিজয়ের আনন্দ ঢুকবে কেমনে আম জনতার ঘরে?
আছি কি তাদের সাথে বিদেশি অপশক্তি?
লুটপাটের আশায় কতনা মিছে দেশ ভক্তি!
প্রতিদিন অপরাজনীতির ফলে হচ্ছে অরাজকতা
কখন যে হয় অগ্নিসন্ত্রাস আতংকিত জনতা!
হায়না চায় লাশ আর লাশ
বিশৃঙ্খলা করে তাই বারোমাস।
আপনার মতামত লিখুন :