ডিগ্রি পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে আরএমপির গণবিজ্ঞপ্তি: পরীক্ষাকেন্দ্রের আশপাশে ২০০ গজে নিষেধাজ্ঞা
রাজশাহীতে আধুনিক ‘লাইফ সাইন হাসপাতাল’ এর শুভ উদ্বোধন-স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা
রাজশাহীতে ডিবির অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ নারী গ্রেপ্তার
রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সমাবেশ
রাজশাহীতে আওয়ামী নাশকতা প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ র্যালি
নাটোরে সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, ল্যাব সহকারী অনিকের বিরুদ্ধে মামলা
ব্র্যাকের উদ্যোগে দুর্গাপুরে গবাদিপ্রাণি সুরক্ষা বিমার দাবির অর্থ হস্তান্তর
কাশিয়াডাঙ্গা চেকপোস্টে তিন শত গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দুর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা মো. এম নাঈম (পিয়ার) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১২টায় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ড এলাকার হেতেম খা গোরস্থান, বিভিন্ন সড়ক, খোলা স্থান ও বসতবাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়।
এ সময় ১১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, গাছ লাগানো শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই বলেও তারা মত দেন।
আয়োজক মো. এম নাঈম বলেন, “আমরা চাই, রাজশাহী সবুজে ভরে উঠুক। খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় অবদান রাখতে চাই।” তিনি আরও জানান, এই উদ্যোগ কেবল একটি দিনের জন্য নয়, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।
কর্মসূচির মাধ্যমে এলাকায় গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। উপস্থিত স্থানীয়রা আয়োজকদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :