সর্বশেষ :

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৫ । ৩:১৯ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা মো. এম নাঈম (পিয়ার) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা ১২টায় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ড এলাকার হেতেম খা গোরস্থান, বিভিন্ন সড়ক, খোলা স্থান ও বসতবাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়।

এ সময় ১১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, গাছ লাগানো শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই বলেও তারা মত দেন।

আয়োজক মো. এম নাঈম বলেন, “আমরা চাই, রাজশাহী সবুজে ভরে উঠুক। খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় অবদান রাখতে চাই।” তিনি আরও জানান, এই উদ্যোগ কেবল একটি দিনের জন্য নয়, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

কর্মসূচির মাধ্যমে এলাকায় গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। উপস্থিত স্থানীয়রা আয়োজকদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: