সর্বশেষ :

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শফিকুল, সা: সম্পাদক ইকবাল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২৬, ২০২৫ । ১:৩৩ পূর্বাহ্ণ
রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শফিকুল, সা: সম্পাদক ইকবাল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭৫ জন ভোটারের মধ্যে ১৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে শফিকুল-ইকবাল পরিষদ (ঢোপকল প্রতীক) ও মুলতান শেখ-বাকী বিল্লাহ পরিষদ (মাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করে।

ফলাফল:
নির্বাচন কমিশনার আলী আশরাফ মাসুম স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, শফিকুল-ইকবাল পরিষদ (ঢোপকল) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে।

সভাপতি: শফিকুল (ঢোপকল) পেয়েছেন ১২১ ভোট, প্রতিদ্বন্দ্বী সুলতান (মাছ) পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক: ইকবাল হোসেন (ঢোপকল) পেয়েছেন ১১৯ ভোট, প্রতিদ্বন্দ্বী বাকী বিল্লাহ (মাছ) পেয়েছেন ৪৯ ভোট।

সিনিয়র সহ-সভাপতি: আসলাম (ঢোপকল) ১২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী কুদরতি কুদা (মাছ) ৩৭ ভোট।

সহ-সাধারণ সম্পাদক: আলামিন কাজল (ঢোপকল) ১২৩ ভোট, প্রতিদ্বন্দ্বী আবু ওবাইদা পানু (মাছ) ৪৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক: মো. জনি (ঢোপকল) ১১৯ ভোট, প্রতিদ্বন্দ্বী সাহাবুল (মাছ) ৪০ ভোট।

অর্থ সম্পাদক: জাহিদ হোসেন (ঢোপকল) ১২৪ ভোট, প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম (মাছ) ৪১ ভোট।

দপ্তর সম্পাদক: সাইফুল ইসলাম (ঢোপকল) ১২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী মিঠু (মাছ) ৪৩ ভোট।

প্রচার সম্পাদক: মো. জয়নাল (ঢোপকল) সর্বোচ্চ ১২৮ ভোট, প্রতিদ্বন্দ্বী সেলিম আহমেদ (মাছ) ৩৭ ভোট।

সমাজ কল্যাণ সম্পাদক: আবুল কাশেম (ঢোপকল) ১২৭ ভোট, প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন চাঁদ (মাছ) ৩৯ ভোট।

আইন বিষয়ক সম্পাদক: গোলাম মোস্তফা রঞ্জু (ঢোপকল) ১২৮ ভোট, প্রতিদ্বন্দ্বী জয়দুল ইসলাম (মাছ) ৪০ ভোট।

ক্রীড়া বিষয়ক সম্পাদক: শাহরিয়ার ফয়সাল রনি (ঢোপকল) ১২৬ ভোট, প্রতিদ্বন্দ্বী মো. আলেক (মাছ) ৩৮ ভোট।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: শাহাবুদ্দিন (ঢোপকল) ১২৬ ভোট, প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা (মাছ) ৩৬ ভোট।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

 

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: