সর্বশেষ :

খুলনা-বরিশালে সুষ্ঠ এবং অবাধ ভোট হচ্ছে : ইসি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুন ১২, ২০২৩ । ১:১১ অপরাহ্ণ
খুলনা-বরিশালে সুষ্ঠ এবং অবাধ ভোট হচ্ছে : ইসি

খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ‘খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে’ ভোটগ্রহণ হচ্ছে দাবি করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। আমাদের স্বস্তি দিয়েছে এটা যে কমিশনের সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।

সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি। আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্মসচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম খুব সুন্দর, সুষ্ঠ এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে।

কোনও প্রকার অসহযোগিতা কারও কাছ থেকে পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত যারা ভোটার, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে। যারা প্রার্থী তারা সহযোগিতা করছেন, কোনও প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয়নি। আর তৃতীয়ত আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সবাই মিলে এই পর্যন্ত নির্বাচন পরিচালন করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা আশাকরি যে, অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে, তেমন কোনও অসুবিধা হচ্ছে না। কারও পক্ষ থেকে কোনও অভিযোগ আসেনি। আশাকরি শেষ পর্যন্ত এভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। আড়াই ঘণ্টায় একটা কেন্দ্রে দেখলাম ৮০টা, আবার একটা কেন্দ্রে ৪৭টা ভোট কাস্ট হয়েছে; এটা স্লো নয়, গোয়িং ফাস্ট। ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে ৪টার পরেও ভোটগ্রহণ চলতে থাকবে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: