পুঠিয়ায় সাংবাদিক পেটানো মামলায় গ্রেপ্তার ২


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ৭, ২০২৩ । ১২:১৭ পূর্বাহ্ণ
পুঠিয়ায় সাংবাদিক পেটানো মামলায় গ্রেপ্তার ২

মোঃ মানিক হোসেন :

রাজশাহীর পুঠিয়ায় নাশকতা ও সাংবাদিককে পিটানো সহ কয়েকটি মামলায় আসামী জিউপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলম সরদার সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা উপজেলা সৈয়দপুর ও বানেশ্বর বাজারে থেকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে পুঠিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর এলাকার আফসার আলী সরদারের ছেলে আলম সরদার এবং পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিএনপি’র সাবেক নেতা লালন।

জানা গেছে যে, গত ২০২২ সালের নভেম্বরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে আলম সরদার এবং লালনকে গ্রেফতার হয়েছিল। আলম সরদার একাধিক মামলার আসামি। চলতি বছর ঈদুল ফিতরের দিন ঈদগাঁ মাঠে চাঁদা উঠানোর বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেকের মোল্লা বাদী হয়ে চলতি বছর ২৩ এপ্রিল পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার ২ নম্বর আসামী আলম সরদার। যা বিচারধীন রয়েছে।

অপরদিকে, সেই ঘটনার ছবি তোলাকে কেন্দ্র করে দৈনিক বাংলাদেশ বুলেটিনের পুঠিয়া প্রতিনিধি সোহানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম পা ভেঙ্গে দেওয়া মামলার ৮ নং আসামী আলম সরদার। সেই ঘটনায় সোহানুর রহমানের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে চলতি বছর ২৩ এপ্রিল পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করে। যা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: