মোঃ মানিক হোসেন, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি :
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধা সাড়ে ৭টায় নগরীর কলাবাগান এলাকায় এর আয়োজন করা হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জয় খ্রীষ্টফার বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি জান্নাতুল মাওয়া সিফা, মো: নুরজামাল ইসলাম, মাইনুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নাঈম হোসেন, আরিফুল হক রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মতিউর রহমান মতি, আইন সম্পাদক হাবিবুর রহমান হাসান মৃধা, কার্য নির্বাহী সদস্য আল-আমিন হোসেন, সহ কোষাধ্যক্ষ মো: সাঈদ হাসান পিন্টু, সহ প্রচার সম্পাদক তুহিন আলী।
এছাড়াও আলোচনায় যোগ দেন সম্মানিত সদস্য মোঃ টিটু, ওমর আলী, মাসুদ পারভেজ, মোহন আহমেদ, আব্দুর রাজ্জাক, গোলাম ওয়াহিদুর রহমান, আশরাফুল ইসলাম অন্তর।
এসময় সংগঠনের কার্য নির্বাহী কমিটির সদস্যরা পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল, সকল সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ সহ সংগঠনের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন।
সভায় আগামী বুধবার (১২ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিলসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মতামত লিখুন :