সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েই এখন যেতে পারবে ভারত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩ । ১২:২৩ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েই এখন যেতে পারবে ভারত

মো: জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

দীর্ঘ প্রায় তিন বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদার মহদীপুর ইমিগ্রেশন। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েই ভারতে যেতে পারবেন বাংলাদেশী যাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ভারতে যাওয়ার মধ্য দিয়ে দুদেশের যাত্রী পারাপার আবারো শুরু হয়।

এদিন ভারতগামী যাত্রীদের শুভেচ্ছা জানাতে সোনামসজিদ জিরোপয়েন্ট এলাকায় উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার ,স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, ফেরদৌসি ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবন্দ।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বে ভারতে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধিদলকে ভারতীয় অংশে স্বাগত জানান, মহোদীপুর কাস্টমসের সহকারি কমিশনার দেবাশীষ মুখোপাধ্যায়।

করোনার কারনে ২০২০ সালের ১৫ মার্চ ভারত সরকার মহোদীপুর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছিলো। এতে করে বাংলাদেশ অংশে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের ভারতে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে পড়ে। চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের জেলা থেকে চিকিৎসাসহ নানা প্রয়োজনে যারা ভারতে যেতেন তারা পড়েন ভোগান্তিতে। বিশেষ করে এ এলাকার ব্যবসায়ীরা বেশি সমস্যার মধ্য ছিলেন।

দেশের অনান্য ইমিগ্রেশনের বিপরীতে ভারতীয় ইমিগ্রেশন চালু হলেও মহোদীপুর ইমিগ্রেশন চালু না হওয়ায় বাংলাদেশের সোনামসজিদ ইমিগ্রেশন কাগজে কলমে চালু থাকলেও কার্যত, অলস সময় পার করছিলেন এখানকার কর্মকর্তারা। শুধুমাত্র অনান্য বন্দর দিয়ে ভারতে যাওয়া যাত্রীদের কেউ কেউ এ বন্দর দিয়ে ফেরার সুযোগ পেতেন।

মহোদীপুর ইমিগ্রেশন দিয়ে ভারতে বাংলাদেশী যাত্রীদের প্রবেশের সুযোগ পুনরায় চালু করতে চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পক্ষে জোর চেষ্টা চালানো হয়।

চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, এ বন্দরে শুধু আমদানী বৃদ্ধি করব না, রপ্তানীর বিষয়েও আমরা ব্যবসায়ীরা চেষ্টা করে যাব।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: