সর্বশেষ :

আমরা বাংলাদেশি,রেমিট্যান্স যোদ্ধা,আমরা প্রবাসী ,অসহায়ের মানুষের মুখে ফুটাবো হাসি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩ । ৮:৩৬ অপরাহ্ণ
আমরা বাংলাদেশি,রেমিট্যান্স যোদ্ধা,আমরা প্রবাসী ,অসহায়ের মানুষের মুখে ফুটাবো হাসি

মো:জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“প্রবাসী ফেরিওয়ালা “সংগঠনের পক্ষ হতে আমি আব্দুল আহাদ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের সর্ব গোত্রের সকলকেই জানায় আমার আন্তরিক সালাম আস সালামু আলাইকূম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

প্রিয় দেশবাসী ,আপনারা নিশ্চয় অবগত যখনই দেশের অর্থনীতির সমৃদ্ধির কথা আসে, তখন একবাক্যে আমরা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের কথা আগে বলতে হবে। দেশের উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান রেমিট্যান্স। অর্থনীতিতে অক্সিজেনের মতো ভূমিকা রাখছি আমরা প্রবাসীরা।

প্রবাসে শরীর খাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে, অক্লান্ত পরিশ্রম করে লাল-সবুজের পতাকা সমৃদ্ধি বৃদ্ধির জোগান দিয়ে আসছি আমরা প্রবাসীরা।
করোনা মহামারির চলমান সংকটের মধ্যেও আমরা প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত রয়েছিল,যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। প্রতিনিয়ত এ ধারা অব্যাহত রাখাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা বাংলাদেশের প্রবাসীরা।

এই উদ্দেশ্য লক্ষ্য কে বাস্তবায়িত করতে সবার অবদান অন্তনিহিত,বিশেষ ভাবে মো. রিজুয়ানুল ইসলাম (এডমিন),তানভির আহমেদ (হাসান) এডমিন, রবিউল আওয়াল ,তারেক মাহমুদ,মৃথা সোহাগ,আব্বাস রাইডার আরিফ হোসেন,শাখাওয়াত হোসেন,পিন্টু শীল,এইচ এম সেলিম,হযরত আনাস,রনি খান, মাওলানা হোসেন আহমেদ ,মুক্তার হোসেন,আজিম আহমেদ,নিরব শহীদ,রায়হান ইসলাম প্রমুখ ।

আমাদের সকলের একটি মিশন ভিশন আমরা “প্রবাসী ফেরিওয়ালা “সংগঠনের সকলেই এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা।

বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা হবে। ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় অসহায় মানুষের পাশে থাকার সংগঠন।

এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক,দিনমজুর, প্রবাসী,বাংলাদেশী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হবে এবং সর্ব শ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করা হবে।

‘এটা আমাদের নিজের সংগঠন মনে করে, মানুষ মানুষের জন্য’ সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।
এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় আমরা । আমাদের সংগঠন জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। আমরা সেই কারিগর হয়ে সমাজের ঝামেলাহীন মানুষের সাথে আমাদের সংগঠন সর্বত্র থাকবে ,আমরা জীবন বলতে বুঝি শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া।

প্রবাসী ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। প্রবাসী ফেরিওয়ালা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টায় অঙ্গিকারবদ্ধ ।

ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে আমাদের সংগঠন গরীব অসহায় মেহনতিদের নিয়ে ইফতার দোয়া মাহফিল , ইসলামী কুইজ , গজল, হামদ, নাদ, কেরাতের প্রতিযোগিতা সহ ঈদ সামগ্রী বিতরনের পদক্ষেপ আমরা গ্রহন করিয়াছি।
আপনারা আমাদের পাশে থাকলে,ও সহযোগিতার হাত দিয়ে বাড়িয়ে দিলে, অনেক দুরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: