সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জে ৩৩২ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩ । ১০:২৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৩৩২ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

মো: জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সোমবার (১৩ মার্চ) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জহরপুরে ৩৩২ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃরতা হলেন, শিবগঞ্জ থানার কানসাটের উজ্জল আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৩) আলমগীর হোসেনের ছেলে মোঃ আলী হাসান (১৯)

রাজশাহীর একটি অপারেশন দল ২১:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জহরপুর গ্রামস্থ জনৈক মোঃ আজাদ (৪০) এর পুকুরের দক্ষিণ পশ্চিম পাড়ে আমগাছের নিচে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উল্লেখ্য, আটককৃত আসামিরা উল্লেখিত স্থান হতে ফেন্সিডিল সংগ্রহ করা সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকের ব্যাগ সম্পূর্ণ ভেজা এবং আসামিদের পা কর্দমাক্ত হওয়ায় সন্দেহ করা হয় যে মাদকসমূহ নিকটবর্তী পুকুর থেকে সংগ্রহ করা হয়েছে। এ সন্দেহের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা একটি পুকুরের কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদের দেখানো পুকুরটি তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: