রিফাত রাহুল খাঁন :-
তরুণ প্রজন্মের নবাগত নায়িকা জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ -০৫ পেয়েছেন। তিনি কলেজ অফ ডেভেলপমেন্ট অলটারনেটিভ (কোডা) থেকে বিজ্ঞান বিভাগ হতে এ কৃতিত্ব অর্জন করেছেন৷ এ কৃতিত্ব অর্জনে তিনি জানান; ভীষণ ভালো লাগছে। এমন ফলাফলের জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। তাছাড়া আমার পিতা-মাতা ও কলেজের শিক্ষকমন্ডলীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়৷ উল্লেখ্য;
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। ফলাফলের সূচক জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরীক্ষার ফল প্রকাশ করেন।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৭৭ হাজার তিনশ ৮৭ জন। এর মধ্যে মেয়ে পাঁচ লাখ ৬৭ হাজার আটশ ৬৫ জন।
আপনার মতামত লিখুন :