সর্বশেষ :

রাজশাহীতে চাঁপাই এক্সপ্রেস বাসে চাঁদাবাজি!


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৩ । ১১:৪৫ অপরাহ্ণ
রাজশাহীতে চাঁপাই এক্সপ্রেস বাসে চাঁদাবাজি!

মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে চাঁপাই এক্সপ্রেস বাসে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। মোটর শ্রমিক ইউনিয়নের লোকরা জানতে পেরে এগিয়ে আসতেই রাজন নামের এক চাঁদাবাজ পালিয়ে গেছে । সেই সাথে যাত্রীদের এক ঘন্টার ভোগান্তি সইতে হয়েছে বলে জানিয়েছেন বাসের সুপারভাইজার আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে নয়টায় শিরোইল বাস টার্মিনালে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

বাসের সুপারভাইজার আব্দুর রাজ্জাক বলেন, রাত ৯ টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে বাস এসে পৌঁছে। যাত্রী উঠানামার সময় আনুমানিক সাড়ে ৯টায় রাজন নামের এক ব্যক্তি বাসে উঠেই লাখ টাকা চাঁদা দাবি করেন। তাছাড়া বাস ছাড়া যাবে না।

ড্রাইভার আলিমের সাথে কথা বলার ফাঁকে আমি মোটর শ্রমিক ইউনিয়নে গেলে ঘটনাস্থলে গাজী ভাই আসে। এই সময়ের মধ্যে চাঁদা দাবি করা ব্যক্তি পালিয়ে যায়। এরপর রাস্তায় যানজট সৃষ্টি হয়। এই ঘটনায় যাত্রীসহ বাস এক ঘন্টা থেমে ছিল।

ড্রাইভার আলিম (২৫) জানায়, আমাদের বাস পিরোজপুর পর্যন্ত যাবে। রাজশাহীতে আসলে এমন ঘটনা ঘটে। আমাদের হুমকি প্রদানও করা হয়েছে দ্বিতীয় বার রাজশাহীতে আসলে প্রাণহানিও হতে পারে।

মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গাজী বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের ছাড়া কেউ গাড়ির চাকা থামাতে পারে না। আমরা শুনলাম রাজন নামের কেউ একজন এমন ঘটনা ঘটিয়েছে। এমন অপ্রীতিকর ঘটনা আমরা প্রত্যাশা করিনা। যে বা যারা এমন কাজ করেছে আমরা অবশ্যই চিহ্নিত করে আইনের হাতে তুলে দেব।

ঘটনাস্থলে উপস্থিত বোয়ালিয়া থানার পুলিশ কর্মকর্তা সাকিল জানান, এমন ঘটনা ঘটেছে। বাসের মালিক পক্ষ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: