মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী সিটি হাসপাতালকে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সুরক্ষা সামগ্রী দিয়েছে রেড ক্রিসেন্ট। এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক শাহীন আকতার রেণী বলেন, যেকোন দুর্যোগে ও মানুষের দুঃসময়ে পাশে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোমবার (৯ জানুয়ারী) দুপুরে
হিটওয়েভ প্রকল্পের আওতায় জার্মান ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে রাজশাহী সিটি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সুরক্ষা সামগ্রী প্রদান করার সময় এসব কথা বলেন।
পাইলট প্রোগ্রামেটিক পাটনারশীপ (পিপিপি) প্রোগ্রামের আওতায় ১৮ ধরেন ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল ম্যাটেরিয়াল হস্তান্তর করা হয়। আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, যেকোন দুর্যোগে ও মানুষের দুঃসময়ে পাশে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। করোনাকালীন সময়ে বিশেষ অবদান রেখেছে রেড ক্রিসেন্ট। আজকে রাজশাহী সিটি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সুরক্ষা সামগ্রী প্রদান হলো। আগামীতে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর ড. সারোয়ার জাহান, জার্মান রেডক্রসের সাজিদুর রহমান, ডেনিস রেডক্রসের ডাঃ আরিফা, প্রকল্প পরিচালক মোঃ মহিউদ্দিন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শাহীন আকতার রেণী সিটি হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ পোষণ করেন। পরে সিটি হাসপাতাল প্রাঙ্গণে একটি কামিনী গাছের চারা রোপণ করেন তিনি।
আপনার মতামত লিখুন :