মানিক হোসেন, রাজশাহী (বিভাগীয়) প্রতিনিধি :
সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপি’র দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার নগর আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে বসে দলীয় নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। শনিবার (১০ ডিসেম্বর) বিকেল চারটায় কুমারপাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচীতে বসে।
এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন নগর ও ওয়ার্ড আওয়ামীলীগ, নগর যুবলীগ, নগর স্বচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা অংশগ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :