মিডিয়া অঙ্গনের নতুন মুখ জান্নাত ঐশী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২২ । ৩:১০ অপরাহ্ণ
মিডিয়া অঙ্গনের নতুন মুখ জান্নাত ঐশী

রিফাত রাহুল খাঁন :

মিডিয়া অঙ্গনের নতুন মুখ জান্নাত ঐশী৷ তিনি জানান;মিডিয়াতে কাজ করার ইচ্ছে আসলে ছিল না কিন্তু স্কুল লাইফে থাকতে সবাই বলতো চেহারা তো মডেলদের মতো আবার লাইট ও ভালো তাই ভেবেছিলাম যে তাদের এই কথা টা বাস্তবায়ন কেন করব না যদি সত্যি সত্যি মডেলিং করি তাহলে খারাপ হবে না । আর মিডিয়ার সব নিউজ দেখলেই অনেক এক্সাইটমেন্ট কাজ করতো যে আমিও যদি তাদের মতো হই তাহলে খারাপ হবে না। তাই সবকিছু মিলিয়ে আসলে মিডিয়া তে কাজ করছি ।
পরিবারের সহযোগিতা প্রসঙ্গে বলেন;পরিবারের আমার মা অনেক বেশি সাপোর্টিভ তাই আমি সামনে এগিয়ে যেতে তার একটি বড় অবদান আছে।

কাজের শুরু প্রসঙ্গে বলেন
শুধুই মডেলিং কারণ অভিনয়ের ইচ্ছা তেমন একটা নেই কিন্তু সুযোগ পেলে হাতছাড়া করবো না। তিনি আরও জানান ;অবসর সময়ে নাচের মাধ্যমে শরীরের একটা ব্যায়াম করা হয় যাতে সৌন্দর্য ধরে রাখা যায় আবার মনও ও রিফ্রেশ লাগে । তারপ্রিয় রঙ কালো।.. প্রিয় অভিনেতা হলো আফরান নিশো ও অভিনেত্রী পূজা চেরী.. প্রিয় খাবার ফুচকা। চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে বলেন-চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে যদি বিগ বাজেটের কোন চলচ্চিত্র হয় । মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো সামনে সবার সপোর্টে যাতে আরো এগিয়ে যেতে পারি এ পেশাটাতে।

ছবি সংগৃহীত

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: