আব্দুল করিম দোয়েল, রাজশাহী থেকে :
শিবগঞ্জ উপজেলা সমিত, রাজশাহী-এর মিলন মেলা ২৬ নভেম্বর ২০২২, স্থানঃ রাস কনভেনশন হল ও শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে শনিবার অনুষ্ঠিত হয়। সভাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম -আহবায়ক মিলন মেলা উদযাপন কমিটি- প্রধান অতিথিঃ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৩- চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) এবং বিশেষ অতিথিঃ আনোয়ার হোসেন আনার,কাউন্সিলর (১৪ নং ওয়ার্ড ) রাজশাহী সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-প্রফেসর মোঃ আব্দুল খালেক অধ্যক্ষ – রাজশাহী কলেজ -মোঃ মোখলেসুর রহমান কচি, সাবেক ডিপুটি ডিরেক্টর পানি উন্নয়ন বোর্ড ঢাকা -প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম- রেজিস্টার রাজশাহী বিশ্ববিদ্যালয় ,আলহাজ্ব মোঃ হযরত আলী পরিচালক অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ প্রকৌশলী গণপূর্ত বিভাগ -১ রাজশাহী – ইফতেখার আলম পরশ -অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি -রাজশাহী -শুভেচ্ছা বক্তব্য দেন শিবগঞ্জ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও মোঃ আবু সুফিয়ান ,পরিচালক গ্রীন সিটি হাসপাতাল , মোঃ মামুনুর রশিদ ,সদস্য মিলন মেলা উদযাপন কমিটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইন্জিনিয়ার ময়েজউদ্দিন – চাঁপাইনবাবগঞ্জ, ওসি মসিউর রহমান- এয়ারপোর্ট থানা -রাজশাহী, সিনিয়র এ এস পি রাইহান- সি আই ডি- রাজশাহী। রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম , সাধারণ সম্পাদক – চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি -রাজশাহী। রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান -সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি -রাজশাহী কলেজের ভাইস প্রিন্সিপাল ,ডাঃ আনোয়ারুল আজীম বাপ্পি -গোদাগারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- আরো নাম না জানা অনেকে এ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা সমিতি -রাজশাহী -৬০০ মানুষের আগমন ঘটে। উক্ত অনুষ্ঠানে অতিথিদের ক্রেষ্ট প্রদান ও শিবগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মৃত মিলটন ভাই কে মরণোত্তর পদক প্রদান করেন।
পদকটি তার পক্ষে গ্রহন করেন তার বড় মেয়ে।মিলটন ভাই এর পরিবারের জন্য দোয়া ও ভবিষ্যত মঙ্গল কামনা করেন। বক্তারা বলেন- শিবগঞ্জ উপজেলা সমিতিতে-রাজশাহীতে বসবাসকারী সকল মানুষকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রতিবছরের নাই এই মিলন মেলা আয়োজন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :