কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪ জনকে আটক করেছে RAB-5


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২ । ১১:৫২ অপরাহ্ণ
কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪ জনকে আটক করেছে RAB-5

মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ(সদর) প্রতিনিধি :

শনিবার (১৯ নভেম্বর) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‍্যাব-৫, এর অভিযানে চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জে কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সদস্য গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতারা হলেন মোঃ সাবজান আলীর ছেলে মোঃ সুমন আলী (২৩), মোঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ শামিম (২২), মোঃ আলমের ছেলে মোঃ হানিফ (২০),মোঃ মিয়ার উদ্দিনের ছেলে মোঃ রহমত আলী (১৯)।

রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল রাত্রী আনুমানিক ০০:১০ ঘটিকায় চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ২নং নয়ালাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক মোঃ মুকুল এর পরিত্যাক্ত পাকা টিনশেড (ছাপড়া) বিল্ডিং ঘরের ভিতর অভিযান পরিচালনা করে উক্ত আসামীগণকে গ্রেফতার করেন।

এই সময় তাদের কাছ থেকে ২টি চাকু ১টি গ্যাস লাইটার ১টি কলকি ৩ গ্রাম গাঁজা জব্দ করেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই এর উদ্দেশ্যে চাকু, কাটার সহ একত্রিত হয়ে উক্ত স্থানে অবস্থান করে।

আরও জানান বর্তমান সময়ে উত্তী বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এ সমস্ত চুরি, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র‍্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। এরই প্রেক্ষিতে সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব -৫ অভিযোগ আমলে নিয়ে কিশোর গ্যাং এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করেছেন ।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: