মহর আলী, (স্টাফ রিপোর্টার) :
জাগো বাংলাদেশ প্রতিষ্ঠাকাল ২০০০ইং
প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
গভঃ রেজিঃ-নং -৩২৬৮।
(জাগো বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন)
জাগো বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফেডারেশন সংগঠনটি দীর্ঘদিন যাবত প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন নিঃস্বার্থে নির্বিঘ্নে।
সংশ্লিষ্ট সূত্র মতে, জনশক্তি রপ্তানি ও প্রবাসী কল্যাণ ডেস্ক প্রতি-নিয়ত প্রবাসীদের সচেতনতা বিজ্ঞপ্তি মাধ্যমে অবহিত করলে ও প্রবাসীরা তা কর্ণপাত করেন না।
যার ফলে হতভাগ্য প্রবাসী ভাই ও বোনেরা বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছে।
বৈদেশিক কর্মসংস্থান প্রশিক্ষণ বুরো বি এম ই টিতে
অভিযোগ করার সুযোগ থাকার সুবাদে ভুক্তভোগ প্রবাসীর গন দেশের লোকাল থানাগুলোতে মামলা করতে পারে না।
যার ফলে সর্বস্ব হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। ভাগ্যক্রমে কেহ আবার বিদেশে ভ্রমণ করলেও মিলছেন না কর্মসংস্থান, বাসস্থান,পাচ্ছেন না কোম্পানী।ভাষা না বোঝার কারণে লেবার কোর্টে মামলা করতে পারছেন না।
অবর্ণনীয় কষ্টে কাটছে ভুক্তভোগী প্রবাসীদের জীবন।জাগো বাংলাদেশ প্রবাসি কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ রহিস মিয়া বলেন-
এমতঅবস্থায় সব সময়,জাগো বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফেডারেশন নিঃস্বার্থে থাকবে প্রবাসিদের পাশে।
যে সকল সুবিধা সমূহ সংগঠনের মাধ্যমে জানতে পারবেন, ‘‘বৈদেশিক কর্মসংস্থান, ঋণ সহায়তা, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণ এবং সহযোগিতার জন্য দিনরাত ২৪/৭ যোগাযোগ করুন: প্রবাসবন্ধু
কল সেন্টার, ১৬১৩৫ (টোল ফ্রি,দেশ থেকে), +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) ভিসা চেক,কোন আর,এল নাম্বারে আপনার ভিসাটি প্রসেসিং করছেন,আপনি কোন কাজে বিদেশ গমন করছেন । এমন কি বিদেশ গমনের ক্ষেত্রে অন্যান্য অসুবিধাদি,
সার্বিক সহযোগিতায়ঃ জাগো বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফেডারেশন।
আপনার মতামত লিখুন :