চাঁপাইনবাবগঞ্জে প্রাণের হুমকিতে জলি বেগম সহ তার পরিবার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২ । ১১:১২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে প্রাণের হুমকিতে জলি বেগম সহ তার পরিবার

মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বামুনগাঁও চৈতান্যপুর ভূমি অফিসের দক্ষিণের বাড়ির মোঃ ইউনুস আলী ও তার স্ত্রী জলি বেগম তার পরিবারের সদস্য সহ প্রাণের হুমকিতে রয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরে গত (৩০অক্টোবর) রবিবার বেলা আনুমানিক ১২ টায় ইউনুস আলীর বাড়িতে তার স্ত্রী জলি বেগমের উপর অতর্কিতভাবে হামলা করলে উপস্থিত তার স্বামী ও তার বোন বাধা দিতে গেলে তাদের কেও বেধরক মারধোর শুরু করে মোঃ মতিউর রহমান, ইসমাইল,টিটু,নওসাদ আলী,দুরুল,বাবু,মিলন,ইমাম নাম জানা সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন খুনতি শাবল লাঠি সোটা নিয়ে তাদের উপর নির্মম নির্যাতন চালাই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের একটি আদেশকে উপেক্ষা করে এ হামলা চালাই
পার্শ্ববর্তী প্রতিবেশির কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান জলি বেগমের বাড়ির উপর এর পূর্বেও কয়েকবার হামলা হয়েছে কিন্তু এবার হতাহতের পরিমাণ আগের চেয়ে বেশি।

আরো জানান মহিলা দিয়ে পরীক্ষা করে জলি বেগমের শরীরের বিভিন্ন গোপনাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া যায় এবং তার স্বামীর শরীরেও মারের চিহ্ন দেখা যায়।

জলি বেগম বলেন মতিউর রহমান জলকর ব্যবসায়িক দীর্ঘদিন ধরে আমার পরিবারকে টার্গেট করে বিভিন্ন সময়ে এ ধরনের নাশকতা করে আসছে।

জলি বেগম সহ তার পরিবার এ হামলার পড় নিরাপত্তার অভাবে গত ৫ দিন যাবত বাড়ি থেকে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে পালিয়ে থাকেন।

এ বিষয়ে জলি বেগম বাদী হয়ে নিরাপত্তার জন্যে একটি মামলা দায়ের করেছেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: