বিনোদন প্রতিবেদক –
বাংলা সিনেমার ব্যস্ততম নায়িকা জয়া চৌধুরী । সম্প্রতি নতুন একটি কাজ করেছেন। চলচ্চিত্রটির নাম “সুন্দরী বিধবা৷ নির্মাতা হাবিব খান৷ জয়া চৌধুরী জানান; সাভার ও বিএফডিসিতে এ নতুন চলচ্চিত্রটির ৫০% কাজ শেষ হয়েছে৷ চলচ্চিত্রটির আইটেম গানের পারফর্মেন্স নিজেই করেছি৷ অনেকদিন পর শুটিং করে খুব ভালো লাগছে । সব বাধা বিপওি অতিক্রম করে কাজ করে যেতে চাই । এখন থেকে নিয়মিত কাজ করব। তাছাড়া নির্মাতা কাজী হায়াত স্যারের সহযোগিতায় তাল মাতাল নামের সিনেমা সম্পন্ন করেছি৷ সুন্দরী বিধবা চলচ্চিত্রে আরও কাজ করেছেন দেশ ইসলাম; দুলারী; হাবিব খান; কাজী হায়াত প্রমুখ৷
আপনার মতামত লিখুন :