রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্ডে হোলসেল ক্লাবের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ২ দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার লিনা খানের কোরিওগ্রাফিতে তে একঝাঁক ফ্যাশন মডেলদের উপস্থিতিতে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। ফ্যাশন শো তে অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল আঁখি আফরোজ; লিন্ডা লিও; সামিরা সাঈদ; অনন্যা ফাতিমা; জান্নাতুন নাঈম
আনিকা প্রমুখ৷
ফ্যাশন কোরিওগ্রাফার লিনা খান জানান; অত্যন্ত যত্নসহকারে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে চেষ্টা করেছি। আশা করছি ফ্যাশন শোটি সকলের ভালো লেগেছে। এছাড়া হোলসেল ক্লাবের ৩য় বর্ষপূর্তিতে হোলসেল ক্লাব পরিবারের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
এ অনুষ্ঠানে ফ্যাশন শো ছাড়াও দর্শক আরও উপভোগ করেছেন গেইম শো; ডান্স পারফরম্যান্স ; গায়ক সজলের লাইভ কনসার্ট।
এ অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল- যুগান্তর ; যমুনা টেলিভিশন।
আপনার মতামত লিখুন :