তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল শান্তা ইসলাম।আগামীকাল” ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্যাশন উয়িক “ফ্যাশন শো তে অংশ নিতে ভারতে যাচ্ছেন। বাংলাদেশ থেকে এ ফ্যাশন শোন অর্গানাইজেশনে আছেন সুমন হোসেন। ফ্যাশন শো তে অংশ নিতে যাওয়া প্রসঙ্গে শান্তা ইসলাম জানান; নিজের প্রতি আত্নবিশ্বাসী হওয়ার কারণেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। কাজের স্বীকৃতি স্বরূপ এর আগেও দেশের বাহিরে পুরস্কার হয়েছি। তবে এবার ফ্যাশন শো তে অংশ নিব। আশা করব নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সফলতা অর্জন করব।
আপনার মতামত লিখুন :