রিফাত রাহুল খাঁন :
অবশেষে সব অনিশ্চয়তার বেড়াজাল পেরিয়ে ঢাকা আসছেন নোরা ফাতেহি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।
নোরা ফাতেহি জন্মসূত্রে মরোক্কান হলেও একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে ‘হৃদয়ে ভারতীয়’ বলে দাবি করেছেন।
নোরা ফতেহি ‘গ্লোবাল এসিভারস অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন নোরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, ১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন। এ সময় আয়োজকদের এই অনুষ্ঠান আয়োজনের জন্যে প্রশংসা করেন। জনপ্রিয় বিউটিশিয়ান এবং ট্রেইনার ও নারী উদ্যোক্তা মারিয়া মৃওিক এ অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছেন।
সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে দেখা করার জন্যে আমি মুখিয়ে আছি।
জানা গেছে, অনুষ্ঠানে বলিউড এই সুন্দরী ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানের সঙ্গে ঝড় তুলবেন।
এই বলিউড তারকা নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে পারফর্ম করবেন। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতেও তাকে দেখা যাবে।
আসন্ন কাতার বিশ্বকাপের মূল পর্বে নোরা ফতেহিকে হিন্দি গানের তালে তালেও নাচতে দেখা যাবে।
এর আগে, জেনিফার লোপেজ ও শাকিরার মতো তারকারা বিশ্বকাপ ফুটবলে পারফর্ম করছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন নোরা ফাতেহিও।
আপনার মতামত লিখুন :