সর্বশেষ :

রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৬ । ৮:৫১ অপরাহ্ণ
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্ট, যেখানে সাবেক হকি খেলোয়াড়দের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ টুর্নামেন্টে মাঠে গড়ায় স্মৃতি, বন্ধন আর খেলাধুলার উৎসব।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় সাবেক খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া শিক্ষক, সাবেক হকি খেলোয়াড় ও বৈকালী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সালাহউদ্দীন রতন। উদ্বোধনের পর শুরু হয় দিনব্যাপী খেলা।

টুর্নামেন্টে ৮টি দলের হয়ে মোট ১২০ জন খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাবেক হকি খেলোয়াড়, পাশাপাশি ঢাকা প্রিমিয়ার ডিভিশন, ঢাকা প্রথম বিভাগ এবং রাজশাহী জেলা প্রথম বিভাগের সাবেক খেলোয়াড়রা। খেলায় অংশ নিয়ে তারা অতীত দিনের স্মৃতি, মাঠের অভিজ্ঞতা ও হকির সঙ্গে জড়িয়ে থাকা নানা গল্প ভাগাভাগি করেন।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা ও সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আয়োজক তাহেরুল ইসলাম তাহের, জয়নুল ইসলাম নয়ন, মোশারফ হোসেন কাজল, স্বপন কুমার দাস, শিমুল, সাহিন সাদি এবং শরিফুল ইসলাম তোতা।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাপ্পি কুমার ঘোষ, খন্দকার আকিব জাবেদ, সাদিকুল ইসলাম মেরাজ ও প্রশান্ত রায়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাঈম মুক্তাদির তানিম।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: