প্রকাশের সময় :
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে বিরল শারীরিক গঠনের এক কন্যাশিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এই শিশু জন্ম নেয়। নবজাতকটির রয়েছে দুটি মাথা, তবে শরীর একটি।
শিশুটির মায়ের নাম সুমাইয়া। তিনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমাইয়া গর্ভকালীন সময়ে নিয়মিত চিকিৎসা নেননি এবং কোনো আধুনিক আল্ট্রাসোনোগ্রাফিও করা হয়নি। ফলে শিশুটি এমন অস্বাভাবিক শারীরিক গঠনে জন্মাবে, সে বিষয়ে কেউ পূর্বাভাস পায়নি।
নবজাতকটির জন্মের পরপরই হাসপাতালের চিকিৎসক দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে। শিশু সার্জারি বিভাগের এক চিকিৎসক জানান, এই ধরনের শিশুকে “ডাইসেফালিক প্যারাপাগাস” বলা হয়, যা অত্যন্ত বিরল একটি অবস্থা। সাধারণত এ ধরনের শিশুদের দুটি মস্তিষ্ক থাকলেও একটি হৃদপিণ্ড ও অন্যান্য অঙ্গ একত্রিত থাকে।
শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU) রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
সন্তান প্রসবের পর মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিশুটির সুস্থতা ও চিকিৎসার বিষয়ে চিন্তিত এবং সবার দোয়া কামনা করেছেন।
এ ঘটনা হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নবজাতককে এক নজর দেখতে ভিড় করছেন অনেকে।