শহীদ জিয়ার ৯০তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বদলির আদেশ অমান্য ও সাংবাদিককে ‘মিথ্যা মামলার’ হুমকি: আরএমপির হেডমোহরারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বাড়ি ফেরা হলো না সুরাইয়ার: নিখোঁজের ৫ দিন পর মিলল হাত-পা বাঁধা লাশ
দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের উদ্যোগে আজ বিকেল চারটায় নগরীর সোনাদিঘী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, আনারুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বাঁধন।
এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, আরিফ হাসান ও মুজিবুল হক মিলন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপলু, যুবদল নেতা জাকিরুল ইসলাম সজিব, মহানগর যুবদলের সহ দপ্তর সম্পাদক আখতারুল হাসান অপুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেন। তাঁর দেশপ্রেম ও আদর্শ আজও জাতির জন্য অনুসরণীয়।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই মানবিক ধারাবাহিকতা বজায় থাকবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
আপনার মতামত লিখুন :