দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

রবিউল ইসলামঃ রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উদ্যোগে থানা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে চলমান সিসি উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্গাপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু। রবিবার(১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি উন্নয়নাধীন ঈদগাহ এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক বলেন, দুর্গাপুর পৌরসভা সরকারের কাছ থেকে যে বরাদ্দ পাচ্ছে, তা শতভাগ জনস্বার্থে ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা বাড়ানোই পৌরসভার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে পৌর প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
থানা কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি দুর্গাপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক স্থান। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন ও সামাজিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষের সমাগম ঘটে এখানে। দীর্ঘদিন ধরে মাঠটির অবকাঠামোগত দুর্বলতার কারণে ঈদের জামাতে মুসল্লিদের নানা ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানির সমস্যা আরও প্রকট আকার ধারণ করত।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে ঈদগাহ মাঠে সিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন কাজ শুরু করা হয়। এতে ঈদের জামাতসহ বিভিন্ন অনুষ্ঠানে আগত মুসল্লি ও দর্শনার্থীদের চলাচল সহজ হবে এবং পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে বলে আশা প্রকাশ করেন পৌর প্রশাসক।
পরিদর্শনকালে লায়লা নুর তানজু সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজের মান ও নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
তিনি বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। জনগণের করের টাকা যেন যথাযথভাবে ব্যবহার হয়, সে বিষয়ে পৌর প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন হলে বড় ধর্মীয় জমায়েতগুলো আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনাও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শাহাবুল হক, পৌরসভা কার্যালয়ের কার্য সহকারী রতন কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা ঈদগাহ মাঠের উন্নয়ন কাজকে স্বাগত জানিয়ে বলেন, এই কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য পৌর প্রশাসনের প্রতি প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :