শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার

দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রবিউল ইসলামঃ রাজশাহীর দুর্গাপুর থানার একটি মামলায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় দুই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:মোঃ আবু হানিফ সরদার (৫০), ০৩নং পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং
মোঃ শরিফুল ইসলাম (৪২), ০৬নং মাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার মামলা নং-০২, তারিখ-০৩/০৯/২০২৪; জিআর নং-১৩৩/২৪-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা; তৎসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৫০৬/১১৪/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩ ধারায় রুজু রয়েছে।
মোঃ আবু হানিফ সরদার মৃত জেকের সরদারের ছেলে ও পানানগর গ্রামের বাসিন্দা। তাকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে দুর্গাপুর থানাধীন পানানগর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে মোঃ শরিফুল ইসলাম মোঃ নাদের আলীর ছেলে এবং কিসমত হোজা গ্রামের বাসিন্দা। তাকে শুক্রবার(১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে দুর্গাপুর থানাধীন কালিতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর উভয় আসামিকেই শুক্রবার(১৬ জানুয়ারি) তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.