শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী

তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হলেও পাচারকারী কৌশলে পালিয়ে যায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবীপুর মোড় এলাকায় তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। তানোর থানায় দায়িত্বরত সেনাসদস্যদের সহায়তায় এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পুলিশ দল চেকপোস্ট চলাকালে একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সন্দেহজনকভাবে আসতে দেখেন। চেকপোস্টের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। তিনি বলেন, মাদক পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.