শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ

রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে লঙ্কাবাংলা ফাউন্ডেশন এক মানবিক কর্মসূচির আয়োজন করেছে। লঙ্কাবাংলা ফাইনান্স পিএলসি-এর রাজশাহী শাখার ব্যবস্থাপনায় নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

​আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা কলেজ-এর অধ্যক্ষ মো: আবদুল করিম শাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা ফাইনান্স-এর রাজশাহী শাখা ব্যবস্থাপক মো: সেলিম রেজা এবং কাশিয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ি-র ইনচার্জ অফিসার আবু তালেব। এছাড়াও লঙ্কাবাংলা ফাইনান্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​লঙ্কাবাংলা ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তীব্র শীতে দুস্থ মানুষের দুর্ভোগ লাঘব করাই ছিল এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য।

​প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে লঙ্কাবাংলা ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.