শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি

সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রবিউল ইসলামঃ জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও গতিশীল, শক্তিশালী ও আদর্শিক মডেলে রূপান্তরের লক্ষ্যে রাজশাহীতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানিবাজারে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি। তিনি তার বক্তব্যে বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা কেবল একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। সংগঠনকে গতিশীল করতে হলে প্রতিটি ইউনিটকে সক্রিয় হতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির ওপর জোর দিয়ে বলেন, জেলা ও মহানগর কমিটিকে সমন্বিতভাবে কাজ করে সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “সকল সদস্যের আন্তরিকতা ও শৃঙ্খলাই সংস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।” অন্যদিকে, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, আগামীতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হবে।

রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল বলেন, মহানগর কমিটি সবসময় জেলা ও বিভাগীয় নেতৃত্বের সাথে সমন্বয় রেখে সাংবাদিকদের প্রকৃত সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন: বিভাগীয় নেতৃবৃন্দ: সুরুজ আলী (দপ্তর সম্পাদক), আল আমিন হোসেন (অর্থ সম্পাদক), পাভেল ইসলাম মিমুল (সাংগঠনিক সম্পাদক), হাসানুজ্জামান হাসান (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)।

এছাড়াও আরো উপস্হিত ছিলেন, মিশাল মন্ডল, তাইরান আবাবিল হাসান সোহাগ, হাসান মৃধা, ওমর আলী, মোঃ মাজেদুল হকসহ জেলা ও মহানগর কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

সভার শেষে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষায় রাজপথে ও লেখনীতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.