প্রকাশের সময় :
রবিউল ইসলামঃ রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ ফরহাদ শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে যৌথ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মোস্তফা শেখের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী শামীম শেখ, রফিক শেখ ও ফরহাদ শেখদের বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য ৩১ অক্টোবর (২০২৫) পারিবারিকভাবে বসার কথা ছিল।
তবে তার আগেই গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে মোস্তফা শেখ মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। খয়ের শাহর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর তাকে হাসুয়া, চাপাতি ও রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্বজনরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং আসামিরা আত্মগোপনে চলে যান। এই ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে চারঘাট থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৫, সদর কোম্পানী (রাজশাহী) এবং র্যাব-২ (বছিলা, ঢাকা) এর একটি যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আজ দুপুর ১:২৫ মিনিটে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন আল্লাহ করিম বিআরটিসি বাস ডিপোর সামনে অভিযান চালিয়ে ফরহাদ শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফরহাদ শেখ হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। র্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই মামলায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে রহমত উল্লাহ, দেলোয়ার হোসেন এবং ২ নম্বর আসামি রফিক শেখকেও গ্রেপ্তার করা হয়েছিল। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী