শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেফতার

পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রবিউল ইসলামঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন এলাকায় এক চাঞ্চল্যকর অভিযান চালিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে মো: শাহানুর রহমান ওরফে শাহিন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। ধৃত আসামির পায়ুপথ থেকে উদ্ধার করা হয়েছে ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট।

র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকসহ ট্রেনযোগে বাঘার উদ্দেশ্যে আসছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল আড়ানী রেলস্টেশন এলাকায় নজরদারি জোরদার করে। শনিবার(১০ জানুয়ারি) দুপুর ০১:৪৫ ঘটিকায় সন্দেহভাজন শাহিনকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করা হলে তার শরীরে কোনো মাদক পাওয়া যায়নি। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, ইয়াবাগুলো তার পায়ুপথের ভেতরে বিশেষ কায়দায় লুকানো রয়েছে। সেখান থেকেই ৯৮৮ পিস ইয়াবা এবং তার ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাহিন নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন পানকা গ্রামের মো: রমজান আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারেন শাহিন একজন সক্রিয় আন্তঃজেলা মাদক চক্রের সদস্য।

সে দীর্ঘ দিন ধরে পেশার আড়ালে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে আসছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে ট্রেন ও বাস ব্যবহার করে অভিনব কৌশলে এসব মাদক রাজশাহীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে খুচরা ও পাইকারি সরবরাহ করত।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামতসহ আসামিকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাব নিশ্চিত করেছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.