শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পুঠিয়ায় র‍্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১

পুঠিয়ায় র‍্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রবিউল ইসলামঃ রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে বানেশ্বর বাজার সংলগ্ন চৈতী মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে একটি কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ১৩ হাজার কেজি লবণসহ ট্রাকটি জব্দ করা হয়।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটোর থেকে রাজশাহীগামী একটি কার্গো ট্রাকে বড় ধরনের মাদকের চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে রাত ৯:৫০ ঘটিকায় পুঠিয়ার বানেশ্বর বাজারের জনৈক সাইফুল ইসলামের সুপারশপের সামনে হাইওয়ে রাস্তায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

সন্দেহভাজন একটি কার্গো ট্রাক (যশোর-ট-১১-৪৭০৫) থামিয়ে তল্লাশি শুরু করলে ট্রাকে থাকা লবণের বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৬ কেজি গাঁজা পাওয়া যায়।

অভিযানে মাদক পরিবহনের অভিযোগে ট্রাকচালকক মোঃ হাসানুর রহমান (৩৫), পিতা- মৃত মিজানুর রহমান, গ্রাম- মাঝেরপাড়া, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় ১২৬ কেজি গাঁজা, ১৩,০০০ কেজি লবণ (মাদক লুকাতে ব্যবহৃত),একটি কার্গো ট্রাক,নগদ ২,৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। লবণের চালানের আড়ালে সে এই বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‍্যাব সূত্রে জানানো হয়।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.