প্রকাশের সময় :
রবিউল ইসলাম, রাজশাহীঃ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম দিনভর দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জয়নগর ইউনিয়নের ক্ষীদ্রখলসি গ্রামে সাবেক বিএনপি নেতা মৃত ইয়াদ আলীর কবর জিয়ারতের মাধ্যমে তিনি এই কর্মসূচি শুরু করেন।
অধ্যাপক নজরুল ইসলাম এদিন জয়নগর ইউনিয়নের ৭১-এর বীর শহীদদের গণকবরসহ ১৯টি গ্রামের মোট ৩২ জন প্রয়াত দলীয় নেতাকর্মীর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি অসুস্থ ও প্রবীণ কর্মীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দোয়া করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
বিকেল ৫টায় হাট কানপাড়া বাজারের জোবেদা ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য রাজনৈতিক অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি সদস্য সাইদুর রহমান মুন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন,জার্জিশ হোসেন সোহেল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য (জনতার মেয়র),শফিকুল ইসলাম আজম: যুবনেতা, শহীদ আলি: জেলা যুবদল সদস্য, মাইনুল ইসলাম: সভাপতি, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ।
এছাড়াও বাবলু মাস্টার, সুমন, আলামিন হক বিজয়, আফাজ আলী, ইসাহাক আলি, মাহমুদ, মাহবুব এবং জীবনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর সংসদ ভবন এলাকায় জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল।