সর্বশেষ :

দুর্গাপুরে কৃষিজমি রক্ষায় প্রশাসনের হানা: অবৈধ পুকুর খননে জরিমানা ও ভেকু অকেজো


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৭, ২০২৬ । ১২:৩৫ পূর্বাহ্ণ
দুর্গাপুরে কৃষিজমি রক্ষায় প্রশাসনের হানা: অবৈধ পুকুর খননে জরিমানা ও ভেকু অকেজো

রবিউল ইসলামঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় এক ঝটিকা অভিযানে এক ব্যক্তিকে জরিমানা করার পাশাপাশি পুকুর খননের সরঞ্জাম অকেজো করে দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গৌরিহার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, সরকারি কোনো অনুমতি তোয়াক্কা না করেই একটি চক্র ভেকু মেশিন (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমিতে বড় আকারের পুকুর খনন করছে। এতে ওই এলাকার কৃষি পরিবেশ ও মাটির গঠন মারাত্মক হুমকির মুখে পড়ায় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
পুকুর খননে ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে সেটিকে অকেজো (নিষ্ক্রিয়) করে দেওয়া হয়।

কৃষি জমি নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, “জনস্বার্থে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধভাবে পুকুর খননের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি আইন অমান্য করে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল। প্রশাসনের এই কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: