শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

র‍্যাব পরিচয়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ: গোদাগাড়ী থেকে মূলহোতা মারুফ গ্রেফতার

র‍্যাব পরিচয়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ: গোদাগাড়ী থেকে মূলহোতা মারুফ গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রবিউল ইসলামঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ এর যৌথ দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ফোনে বলা হয়, র‍্যাব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে এবং এর জন্য বড় অংকের অর্থের প্রয়োজন।

সরল বিশ্বাসে নুরুজ্জামান খান ওই ব্যক্তির দেওয়া একটি ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পাঠান। টাকা পাঠানোর পর থেকেই ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-০৫) দায়ের করেন।

মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারেন, চক্রের মূলহোতা রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় শনিবার(৩ জানুয়ারি) বিকেল ৫:৫০ মিনিটে গোপালপুর বাইপাস রোড, গোদাগাড়ী, রাজশাহীতে অভিযান পরিচালনাকরেন র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ)।

গ্রেফতারকৃত মোঃ মারুফ হোসেন গোদাগাড়ীর কৃষ্ণবাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ র‍্যাব পরিচয়ে এই বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক এবং এই ধরণের ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সাধারণ মানুষকে এই ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকারো আহ্বান জানানো হচ্ছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.