সর্বশেষ :

খুলনায় কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫ । ৫:৫২ অপরাহ্ণ
খুলনায় কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

খুলনা প্রতিনিধি  :

দারিদ্র্য বিমোচন ও সামাজিক কল্যাণে নিবেদিত কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থা খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ডের চানমারি বাজারের মতিয়াখালী ৫নং গলিতে তাদের ‘কনফিডেন্স আমার পরিবার’ প্রকল্পের ৩৫০ সদস্যের মাঝে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও টয়লেট্রিজ বিতরণ করেছে।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রায়হান। উদ্বোধন করেন শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি মঈনুল ইসলাম কিরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“ওয়ার্ডবাসীকে ভর্তুকিমূল্যে পণ্য পাওয়ার সুযোগ করে দেওয়ায় কনফিডেন্স সংস্থা ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠিত কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে মানবিক ভূমিকার পরিচয় দিয়েছেন।”

সংস্থা জানায়, উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া—যা বিচ্ছিন্নতা (Disintermediation) নামে পরিচিত—মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা কমায়। ফলে ভোক্তারা কম দামে মানসম্মত পণ্য পেতে সক্ষম হন।

উদ্যোগে বাজারমূল্যের ২০%–৩০% ভর্তুকি দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য ও টয়লেট্রিজ সরবরাহ করা হয়। এতে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার পাশাপাশি গুণগত মান সম্পর্কেও নিশ্চিন্ত থাকেন।

সংস্থার চেয়ারম্যান জানান,
“দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে চালু থাকবে।”

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: