সর্বশেষ :

অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫ । ১১:৪৩ পূর্বাহ্ণ
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘দেশে পণ্যের দাম ভীষণভাবে কমছে।’ পেনসিলভানিয়ার একটি ক্যাসিনোতে প্রচারসভামূলক বক্তৃতায় তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমেরিকাকে আবার সাশ্রয়ী করে তোলা।’

ট্রাম্পের দাবি-গ্যাস ও ডিমের দাম কমেছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক খাবারের দাম এখনো বাড়তি, আর মানুষ সবচেয়ে বেশি চাপ অনুভব করছে বাড়িভাড়া, শিশুসেবা ও স্বাস্থ্যসেবার খরচে। এসব কারণে আমেরিকানদের অসন্তোষ কমছে না।

ডেমোক্র্যাটরা সাম্প্রতিক কিছু স্থানীয় নির্বাচনে এই ইস্যু কাজে লাগিয়ে রিপাবলিকানদের ওপর চাপ বাড়িয়েছে। এতে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবারের এই সমাবেশটি ছিল পেনসিলভানিয়ার একটি গুরুত্বপূর্ণ জেলায়, যা হোয়াইট হাউস বলছে-ভোটারদের কাছে অর্থনৈতিক বার্তা পৌঁছাতে এমন আরও আয়োজন করা হবে।

তবে বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প আবারও বলেন, ‘জীবনযাত্রার খরচ নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ “একটি ধাপ্পাবাজি” বা “ভুয়া প্রচার”।’

সাম্প্রতিক সময়ে তার প্রশাসন খাবার আমদানির ওপর থাকা কয়েকটি শুল্ক তুলে নিয়েছে, জ্বালানি মানদণ্ড শিথিল করেছে এবং শিশুদের জন্য ‘ট্রাম্প-ব্র্যান্ডেড’ অবসর সঞ্চয় হিসাব চালুর কথা বলছে-যা তারা খরচ কমানোর উদ্যোগ হিসেবে তুলে ধরছে।

একটি সাক্ষাৎকারে অর্থনীতিকে কোন গ্রেড দেবেন- এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন ‘এ প্লাস-প্লাস-প্লাস-প্লাস-প্লাস।’

এদিকে রয়টার্স/ইপসস জরিপে তার জনপ্রিয়তা তিন পয়েন্ট বেড়ে ৪১% হয়েছে, যা নীতিগত পরিবর্তনের কিছু প্রভাব পড়ছে বলেই বিশ্লেষকদের ধারণা।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: