বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল

টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে একটি গানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় থানা পুলিশের অনুরোধে উদ্যোক্তারা এটি বন্ধ করে দেন। গত রোববার রাতে যদুনাথপুর পাতলাচড়া যুব সমাজের উদ্যোগে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় যুব সমাজ প্রতি বছর বাউল গান, জারি গান, লাঠিখেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর পাতলাচড়ায় বাউল গানের দিন ধার্য হয়। বাউলশিল্পী মোবারক সরকার ও সাথি সরকারের গান পরিবেশনের কথা ছিল। এক মাস আগে উদ্যোক্তারা মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানান।

ধনবাড়ী নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানের সমন্বয়ক এবং বাউল গান অনুষ্ঠানের উদ্যোক্তা ইকবাল হোসেন জুপিটার বলেন, ‘নির্ধারিত দিনে আমাদের অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ছিল। ধনবাড়ী থানা থেকে ফোন করে অনুষ্ঠানটি দিনে করার পরামর্শ দেওয়া হয়। তা না হলে রাত ৯টার মধ্যে শেষ করতে বলা হয়।’

তিনি জানান, বাউল গান সাধারণত রাতে শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গানের গভীরতা বাড়ে। দিনে অনুষ্ঠান করার বিষয়ে অপরাগতা জানালে পুলিশ পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না বলে জানায়।

ইকবাল হোসেন জুপিটার আরও বলেন, ‘অনুষ্ঠান বন্ধ করার জন্য কয়েকটি নামহীন ফোন কল আসে। অজানা আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি।’

অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানের দুই দিন আগে বিভিন্ন স্থান থেকে ফোন করে বন্ধ করতে বলা হয়। প্রশাসনও পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানায়।’

তবে ধনবাড়ী থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন বলেন, ‘উদ্যোক্তারা অনুষ্ঠান করবে না বলে জানিয়েছেন। এ কারণে অনুষ্ঠান আর হয়নি।’

Copyright © 2022 Star News Agency. All rights reserved.