বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের নতুন প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের

লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের নতুন প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে নতুন প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের সমাবেশে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। বৈঠকে জেলার কর্মপরিষদ সদস্যরা, ছাত্রশিবির, শ্রমিক ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, সংগঠন পুনর্মূল্যায়নের মাধ্যমে পূর্বের প্রার্থী পরিবর্তন করে লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আবু তাহেরকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ তাকে বিজয়ী করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম তার বক্তৃতায় বলেন, “বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কার্যক্রমের জন্য অত্যন্ত অনুকূল সময় অতিক্রম করছে। লালমনিরহাট জেলা ঐতিহ্যগতভাবে জামায়াতের জনসমৃদ্ধ এলাকা। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণে আগামী জাতীয় নির্বাচনে সকলে মিলেমিশে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “তারুণ্যের প্রতীক অ্যাডভোকেট আবু তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী করতে এখন থেকেই মাঠে তৎপরতা বাড়াতে হবে।”

সংগঠনের নেতাদের মতে, নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড আরও বেগবান হবে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.