দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প

বাঁচার আকাঙ্ক্ষা আর বড় হয়ে আলেম হওয়ার স্বপ্ন নিয়ে জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে নীলফামারীর ডোমারের কিশোর নাঈম ইসলাম মুন্না। পাঙ্গা চৌপতি আব্দুল মজিদ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এই কিশোরের স্বপ্ন আজ থমকে গেছে মরণব্যাধি ক্যানসারের কাছে।
ডোমার উপজেলার পাঙ্গা মটকুপুর ইউনিয়নের মেলাপাঙ্গা ফকিরপাড়া গ্রামের ১৬ বছরের নাঈম তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। হঠাৎ ধরা পড়া “লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা” রোগে তার চিকিৎসা এখন প্রায় স্থবির। টাকার অভাবে নাঈমের জীবন রক্ষার লড়াই দিন দিন কঠিন হয়ে উঠছে।
নাঈমের বাবা জহরুল আলম ও মা মরিয়ম বেগম বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নিতে হবে মোট ৮টি কেমোথেরাপি, যার সময় লাগবে প্রায় ৮ মাস। প্রতিটি কেমোতে খরচ কমপক্ষে ৯০ হাজার টাকা। ইতোমধ্যে লক্ষাধিক টাকা ব্যয় করায় তাদের সামান্য আয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। ফলে নাঈমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।
পরিবারের অন্যান্য সদস্যরা চোখের জলে সমাজের মানবিক ও সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন।
নাঈমের সহপাঠীরা বলেন, “নাঈম খুব ভালো ও ভদ্র ছেলে। সে দ্রুত সুস্থ হয়ে আবার ক্লাসে ফিরুক—এটাই আমাদের প্রত্যাশা। সমাজের সবাই তার পাশে দাঁড়াক।”
মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক জানান, অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। দীর্ঘদিন শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকায় খোঁজ নিয়ে জানা যায় সে ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসায় প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা—যা পরিবারের একার পক্ষে বহন করা অসম্ভব। তাই তিনি সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী নাঈমের প্রতি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে সমাজের সামর্থ্যবানদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নাঈমের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সহায়তা পাঠাতে পারেন—
01312-569487 (ব্যক্তিগত বিকাশ, নগদ ও রকেট)
একটি ছোট্ট সাহায্যই ক্যানসারের সঙ্গে যুদ্ধরত এই কিশোরের জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আলো।
আপনার মতামত লিখুন :