মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইতিহাসের সবচেয়ে ভয়ংকর চাপে তারেক রহমান: রনি

ইতিহাসের সবচেয়ে ভয়ংকর চাপে তারেক রহমান: রনি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিহাসের সবচেয়ে বড় ভয়ংকর চাপে পড়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময় তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরা নিয়ে যে আলোচনা চলছে, তা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি কিংবা তারেক রহমান—কেউ-ই রাখেন না।

তিনি বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবসমাজ কখনো স্বাভাবিকভাবে মেনে নেয়নি। এমন পরিস্থিতিতে বিএনপির নেত্রী যখন মারাত্মক অসুস্থ, তখন তারেক রহমান, ডা. জোবায়দা রহমান এবং জায়মা রহমান কী করছেন—তা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

গোলাম মাওলা রনি দাবি করেন, বিএনপির ভেতরে পদলোভী অনেক নেতাই এখন নীরবতা অবলম্বন করেছেন। তারা মুখে তালা লাগিয়ে কেবল দোয়া-দরুদ পড়ছেন এবং আশঙ্কা করছেন—এই সংকটময় মুহূর্তে যদি কোনো দুঃসংবাদ আসে, তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র সমালোচনার মোকাবিলা তারা কীভাবে করবেন।

তার পোস্ট প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.