প্রকাশের সময় :
রবিউল ইসলামঃ
রাজশাহীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘লাইফ সাইন হাসপাতাল’। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন ডা. মোঃ ওয়াসিম হোসেন, সভাপতি, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ও সাবেক সভাপতি, বিএমএ রাজশাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফজলুল আলম, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ,অধ্যাপক ডাঃ মোঃ আবদুল আলীম, বিভাগীয় প্রধান (অব.), গ্যাস্ট্রোএনটেরোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ,ডা. মোঃ মনোয়ার হোসেন সারো, সাধারণ সম্পাদক, গ্যাস্ট্রো সোসাইটি ও মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ,ডা. এম. মোর্দেস রহমান মিত্রা, মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডা. মোঃ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক, স্বাস্থ্যসেবা বিভাগ ও সহকারী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মানসম্মত ও বিশ্বমানের চিকিৎসা সেবার চাহিদা দ্রুত বাড়ছে। ‘লাইফ সাইন হাসপাতাল’ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস ইউনিট, আধুনিক অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা জরুরি সেবা এবং অভিজ্ঞ চিকিৎসক-নার্সদের সমন্বয়ে হাসপাতালটিতে রোগীরা পাবেন উন্নত সেবা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরিই তাদের প্রধান লক্ষ্য। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে রোগীদের চিকিৎসা নিশ্চিত করারও পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, ‘লাইফ সাইন হাসপাতাল’ রাজশাহীবাসীর দীর্ঘদিনের মানসম্মত স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণ করবে। সাশ্রয়ী খরচে আধুনিক চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় মানুষের ভরসা আরও বাড়বে।
উদ্বোধন উপলক্ষে রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয়দের উপচে পড়া উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘লাইফ সাইন হাসপাতাল’ রাজশাহীর মানুষের নতুন ভরসা হিসেবে যাত্রা শুরু করল।