সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ডিবির অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ নারী গ্রেপ্তার

রাজশাহীতে ডিবির অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ নারী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মোঃ জাকির হোসেন, রাজশাহী।
‎রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎গ্রেপ্তার হওয়া নারী মোসা: সাবিনা খাতুন (৩৪)। তিনি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি তেরখাদিয়া পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

‎ডিবি সূত্র জানায়, শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) রাত প্রায় ১২টা ১০ মিনিটে পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে ডিবির একটি টিম বহরমপুর মোড়ে দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—তেরখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাড়ির সামনে এক নারী হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

‎পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত একটি পলিথিন ব্যাগ ফেলে পাশের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্থানীয়দের সহায়তায় দরজা খুলে তাকে আটক করা হয়।

‎পরবর্তীতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা, এবং একটি ইম্পালস সিলার মেশিন জব্দ করে ডিবি।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবিনা হেরোইন বিক্রির উদ্দেশ্যেই মাদক নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে।

‎গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.